ভাসানীর বাড়িতে পুলিশ মােতায়েন
ন্যাশনাল আওয়ামী পার্টির প্রধান মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সন্তোষের বাড়িতে পুলিশ মােতায়েন করা হয়েছে। টাঙ্গাইলের এডিশনাল ডেপুটি কমিশনার বার্তা সংস্থাকে জানিয়েছেন যে, শুক্রবার রাত প্রায় ১টার সময় কতিপয় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী মওলানা সাহেবের বাড়ি আক্রমণ করেছিল। ঘটনার বিবরণে প্রকাশ, রাত প্রায় ১টার সময় কতিপয় লােক মওলানা সাহেবের দরজায় কড়াঘাত করে। মওলানা সাহেব জেগে উঠে জিজ্ঞেস করেন, তােমরা কে? কিন্তু বাইরে থেকে কোনাে সাড়া পাওয়া যায়নি। কিছুক্ষণ পর আবার দরজায় কড়াঘাত করা হয়। এবারও মওলানা সাহেব তাদের পরিচয় জানতে চান। ইতােমধ্যে অন্যান্য ঘরে যারা ছিলেন তারা জেগে উঠে মওলানা সাহেবের ঘরের দিকে উঠে এলে রহস্যজনক লােকগুলাে পালিয়ে যায়। টাঙ্গাইলের এসডিও এবং এসপি মওলানা সাহেবের বাড়ি পরিদর্শন করেন এবং সেখানে পুলিশ মােতায়েন করেন। মওলানা সাহেব তার নিরাপত্তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে তারবার্তা পাঠিয়েছেন বলে জানা গেছে।১৩
রেফারেন্স: ৪ আগস্ট ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ