সমাজতান্ত্রিক দেশ থেকে আমদানি : বঙ্গবন্ধু কমিশন প্রথা বাতিলের নির্দেশ দিয়েছেন
সমাজতান্ত্রিক দেশসমূহ থেকে পণ্য বিনিময় বাণিজ্যের মাধ্যমে যন্ত্রপাতি ও জিনিসপত্র আমদানির জন্য কমিশন দেয়ার প্রথা বাতিল করার জন্য বঙ্গবন্ধু সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহকে নির্দেশ দিয়েছেন। বিশ্বের সকল সমাজতান্ত্রিক দেশকে বাংলাদেশে তাদের বাণিজ্য প্রতিনিধি প্রেরণের জন্য অনুরােধ জানানাে প্রয়ােজন। বঙ্গবন্ধু তদনুযায়ী নির্দেশও দিয়েছেন বলে জানা গেছে। পণ্য বিনিময় বাণিজ্যের মাধ্যমে যে সব যন্ত্রপাতি ও পণ্য দ্রব্য আমদানি করা হয়, কমিশন এজেন্টগণ তার মােট দামের শতকরা ৫ ভাগ থেকে ৭ ভাগ কমিশন হিসাবে পায়। এর কিছু অংশ তারা বিদেশি ব্যাংকে রেখে দিয়ে বাংলাদেশকে বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত করে বলে অভিযােগ পাওয়া গেছে। এখন থেকে সরকারের বিভিন্ন বিভাগ সমাজতান্ত্রিক দেশসমূহ থেকে জিনিসপত্র ক্রয় করার জন্য স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে যােগাযােগ করবে। এই সম্পর্কে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য জাতীয় পরিকল্পনা কমিশনের উদ্যোগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের এক বৈঠক অনুষ্ঠিত হবে।৯৭
রেফারেন্স: ২৫ জুলাই ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ