You dont have javascript enabled! Please enable it! 1973.07.20 | নিপীড়িত জাতির মুক্তি সংগ্রামে সমর্থন দিয়ে যাব- বঙ্গবন্ধু | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

নিপীড়িত জাতির মুক্তি সংগ্রামে সমর্থন দিয়ে যাব- বঙ্গবন্ধু

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শনিবার পুনর্বার জোর দিয়ে বলেন যে, বিশ্বের যে সব জাতি তাদের জাতীয় মুক্তির জন্য সংগ্রাম করছে, বাংলাদেশের জনসাধারণ সর্বদা তাদের পক্ষে থাকবে। বার্লিনে যে বিশ্ব যুব উৎসব অনুষ্ঠিত হচ্ছে তাতে এক বাণীতে বঙ্গবন্ধু বলেন যে, বাংলাদেশের জনসাধারণ বিশ্বের বিভিন্ন অংশে নির্যাতিত জনসাধারণের জাতীয় মুক্তি সংগ্রামের পথে সংহতি প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, “আমরা বিশ্বের নির্যাতিত জনসাধারণের কল্যাণ ও আত্মনিয়ন্ত্রণে বিশ্বাস করি।” সংগ্রামী যুব সম্প্রদায়ের প্রতি অভিনন্দন জানিয়ে বঙ্গবন্ধু বলেন, বাংলাদেশের মুক্তি সংগ্রামে বিশ্বের যুব সমাজ যে সহযােগিতা প্রদর্শন করেছে, আমরা তা কখনই ভুলব না। বঙ্গবন্ধুর বাণীর সারাংশ নিম্নে প্রদত্ত হলাে: যুব সম্প্রদায় যে কোনাে জাতির আশা আকাঙ্ক্ষার জীবন্ত প্রতীক এবং শােষণ ও অবিচারের বিরুদ্ধে সােচ্চার কণ্ঠ। বার্লিন যুব উৎসব বিশ্বের তরুণদের মিলনের জন্য প্রাণকেন্দ্র। বাংলাদেশের যুব সম্প্রদায় আমাদের গর্বের বস্তু। আমাদের মুক্তি সংগ্রামে যুব সমাজের অবদান ভুলবার নয়। তারা বর্তমানে শােষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য উৎসর্গকৃত। বিশ্বের যুব সমাজ বাংলাদেশের মুক্তি সংগ্রামে যেভাবে সহযােগিতা করেছে, তা আমরা কখনই ভুলব না। বাংলাদেশের জনসাধারণ বিশ্বের নির্যাতিত জনসাধারণের জাতীয় মুক্তির জন্য সংগ্রামে তাদের সংহতি প্রকাশ করেছেন। আমরা সর্বদা জাতীয় মুক্তির জন্য সংগ্রামে জনসাধারণের পাশে থাকব। আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি যে, বিশ্ব যুব সম্মেলন বিশ্ব সমাজের কল্যাণের পথ প্রদর্শন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য অনুপ্রেরণা দান করবে। সাম্রাজ্যবাদী শাসন ও শােষণের বিরুদ্ধে সােচ্চার আওয়াজ তুলবে এবং বিশ্ববাসী দারিদ্র্য ও নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তির পন্থা উদ্ভাবন করবেন। সংগ্রামী যুব সমাজ, আমার অভিনন্দন গ্রহণ করাে।৮১

রেফারেন্স: ২০ জুলাই ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ