You dont have javascript enabled! Please enable it! 1973.07.20 | রপ্তানির জন্য সময়মতাে বন্দরে পাট পৌছানাের ওপর গুরুত্ব আরােপ- তাজউদ্দীন আহমদ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

রপ্তানির জন্য সময়মতাে বন্দরে পাট পৌছানাের ওপর গুরুত্ব আরােপ- তাজউদ্দীন আহমদ

নারায়ণগঞ্জ। অর্থ ও পাট দফতরের মন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ আজ বলেন যে, জাহাজ বােঝাইকল্পে বন্দর সমূহে সময়মতাে পাট সরবরাহ আমাদের জাতীয় পাট রপ্তানির নিশ্চয়তার জন্য অবশ্য করণীয়। তিনি প্রসঙ্গক্রমে সাম্প্রতিক একটি ঘটনার কথা উল্লেখ করে বলেন যে, শ্রমিক ধর্মঘটের ফলে সময়মতাে বন্দরে পাট পৌছানাে সম্ভব হয়নি। মন্ত্রী মহােদয় পাটের “লাকী পারচেজ অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। লাকি পারচেজের মাধ্যমে চলতি অর্থ বছরের পাট ক্রয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পাট দফতরের মন্ত্রী বলেন, সময়মতাে বন্দরে পাট সরবরাহ না করার ফলে বিপুল পরিমাণ পাট বিনষ্ট হয়েছে। তিনি উদ্বেগের সাথে আরও বলেন যে, এমনকি নিম্নমানের পাট আমাদের ডান্ডি বাজারে উঠেছে। কারণ কোনাে কোনাে সময় জাহাজ যােগে যথাযথভাবে পাট রপ্তানির নিশ্চয়তা বিধান করা হয় না। অর্থমন্ত্রী আরও বলেন যে, যখন কৃষকেরা অধিক পাট উৎপাদনের জন্য যথাসাধ্য চেষ্টা করছে তখন শ্রমিকরা সময়মতাে বন্দরে পাট সরবরাহে ব্যর্থ হচ্ছে, যার ফলে স্বাভাবিক পাট রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থমন্ত্রী আরও বলেন যে, পাট চাষী যাতে ন্যায্য দামে তাদের পাট বিক্রয়ে অসুবিধা ভােগ না করে সেজন্য সরকার ব্যবস্থা করছে। আগামী ২ বছরের মধ্যে চাষীদের কাছ থেকে সরকারিভাবে পাট সংগ্রহ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি নতুন দিল্লিতে জুট ইন্টারন্যাশনালের সদর দফতর স্থাপনের বিরুদ্ধে এক শ্রেণির লােকের সমালােচনা সম্পর্কে বলেন যে, এই সব লােক জানে না যে জুট ইন্টার ন্যাশনালের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ গবেষণা কেন্দ্র ঢাকাতে স্থাপন করা হবে।৭৯

রেফারেন্স: ২০ জুলাই ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ