বাংলাদেশ-ভারত বাণিজ্য চুক্তি সম্পর্কে আলােচনা শুরু
রবিবার বিকালে ভারতীয় বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের অফিসারদের সঙ্গে ভারত-বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে আলােচনার জন্য এক বৈঠকে মিলিত হন। নয় সদস্য বিশিষ্ট ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব করেন ভারতীয় বাণিজ্য দফতরের সচিব মি. ওয়াই. টি. শাহ। উভয় দেশের প্রতিনিধিদল দু’বার বৈঠকে মিলিত হন। বৈঠকে বর্তমান ভারত-বাংলাদেশ বাণিজ্য চুক্তিতে বিষয় পর্যালােচনা করা ছাড়াও আগামী বাণিজ্য চুক্তিতে কী কী দ্রব্য অন্তর্ভুক্ত করা হবে ও কত টাকার দ্রব্যাদি উভয় দেশের মধ্যে আমদানি রপ্তানি করা হবে সে ব্যাপারে বিশদ আলােচনা হয়। ভারতীয় বাণিজ্য সচিব পরে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী জনাব কামারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেন। আজ সােমবার ভারতের বাণিজ্য মন্ত্রী মি. ডি পি চট্টোপাধ্যায় ঢাকা আসবেন। তিনি বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর সাথে মিলিত হয়ে ভবিষ্যৎ বাণিজ্য চুক্তি সম্পর্কে আলােচনার পর বাণিজ্যের পরিমাণ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আলােচনা শেষে ভারত-বাংলাদেশ বাণিজ্য চুক্তি সম্পাদিত হবে।৩
রেফারেন্স: ১ জুলাই ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ