সােভিয়েত ইউনিয়ন চারটি হেলিকপ্টার দিচ্ছে
সােভিয়েত ইউনিয়ন বুধবার বাংলাদেশকে চারটি দুই ইঞ্জিন বিশিষ্ট এমআই-৮ টার্কে প্রপ হেলিকপ্টার দান করেছে। এ হেলিকপ্টারগুলাে গত বছর এপ্রিল মাস থেকে বাংলাদেশে ত্রাণ কাজে নিয়ােজিত ছিল। ত্রাণ দফতরের সচিব জনাব আবদুল খালেক এবং সােভিয়েত দূতাবাসের অর্থনৈতিক উপদেষ্টা মি. আনাতােলী ভারেং বুধবার এই মর্মে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। চুক্তি অনুযায়ী অ্যারােফ্লট পাইলটগণ আগামী বছর এপ্রিল পর্যন্ত হেলিকপ্টারগুলাে চালাবেন। ব্যয় বহন করবেন সােভিয়েত ইউনিয়ন। ৫০ লাখ টাকা মূল্যের যন্ত্রাংশ সরবরাহ ছাড়াও বিনা মূল্যে হেলিকপ্টারটি সােভিয়েত ইউনিয়নে মেরামত করতে দেয়া হবে। এই চারটি হেলিকপ্টার মােট ৩৪ শত বার উড়েছে। দুই শত টন ত্রাণ সামগ্রী ও প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীসহ ১৮ হাজার ব্যক্তিকে বহন করেছে। গতকাল বুধবার সােভিয়েত দূতাবাসের সাংস্কৃতিক বিভাগে হেলিকপ্টারের ক্রুদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা সভায় ত্রাণ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী জনাব সােহরাব হােসেন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তৃতাকালে সােভিয়েত হেলিকপ্টার টিমের কাজের প্রশংসা করেন। তিনি বলেন, সােভিয়েত সরকারের এ সাহায্য দু’দেশের বন্ধুত্ব আরাে দৃঢ় করেছে। অনুষ্ঠানে টিমের প্রধান স্কোয়াড্রন লিডার ইউরী কারমানভও বক্তৃতা করেন। সােভিয়েত রাষ্ট্রদূত মি. আদ্রে ফোমিনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।৪৯
রেফারেন্স: ১৩ জুন ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ