You dont have javascript enabled! Please enable it! 1973.06.07 | প্রধানমন্ত্রীর মাসিক বেতন ২ হাজার টাকা | দৈনিক পূর্বদেশ - সংগ্রামের নোটবুক

প্রধানমন্ত্রীর মাসিক বেতন ২ হাজার টাকা

জাতীয় সংসদে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর (ভাতা ও অধিকার) বিল, ১৯৭৩ দুটি সংশােধনীসহ কণ্ঠ ভােটে গৃহীত হয়েছে। বিল অনুযায়ী প্রধানমন্ত্রীর বেতন আড়াই হাজার টাকা প্রস্তাব করা হয়। কিন্তু শাহ মােয়াজ্জেম হােসেন আনীত এক সংশােধনী গৃহীত হওয়ায় মাসিক বেতন দুই হাজার টাকা ধার্য করে বিল পাশ হয়েছে। বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্ব ছাড়াও একটি জরুরি গুরুত্ব সম্পন্ন বিষয়ে মনােযােগ আকর্ষণ প্রস্তাব নিয়ে আলােচনা হয়। পরে উপরােক্ত বিল পাশ হয়। সবশেষে ৭ জুনের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সন্ধ্যা ৭টা থেকে আড়াই ঘণ্টা অধিবেশন চলার পর আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অধিবেশন মূলতবী করা হয়েছে। আইনমন্ত্রী সংসদে বিল পেশ করার পর সদস্য জনাব আব্দুল্লাহ সরকার (স্বতন্ত্র) ১২ জুনের মধ্যে এবং জনাব সৈয়দ কামরুল ইসলাম সালাউদ্দীন (ভাঃ ন্যাপ) ২০ জুনের মধ্যে বিলটি জনমত যাচাইয়ের জন্য প্রচারের প্রস্তাব করেন। কণ্ঠভােটে এসব প্রস্তাব বাতিল হয়ে যায়। এ ছাড়া জনাব সালাউদ্দিন আরাে ৪টি, জনাব আব্দুস সাত্তার (জাসদ) একটি সংশােধনী প্রস্তাব আনেন। কণ্ঠ ভােটে চারটি প্রস্তাব বাতিল হয়ে যায়। জনাব সালাউদ্দিন আনীত একটি সংশােধনী প্রস্তাব স্পিকার বিধিসম্মত নয় বলে ঘােষণা করেন। গতকাল সংসদে বীমা সংস্থা সম্পর্কে জনাব আতাউর রহমান খান আনীত প্রশ্নের জবাব দানের পর সম্পূরক প্রশ্ন উত্থাপনকে কেন্দ্র করে বেসরকারি দলের ৩ জন সদস্য সংসদ থেকে কয়েক মিনিটের জন্য ওয়াক আউট করেন। বাণিজ্যমন্ত্রী জনাব কামারুজ্জামান অনুপস্থিত থাকায় পানি সম্পদ দফতরের মন্ত্রী খন্দকার মােশতাক আহমদ জবাব দেন। চারটি বীমা সংস্থাকে একত্র করে দুটি সংস্থায় রূপান্তর করা সংবিধানের ১৪২ অনুচ্ছেদের বিধান লংঘন করা হয়েছে কিনা এই মর্মে জনাব সৈয়দ কামরুল ইসলাম মােহাম্মদ সালাউদ্দিন রুলিং দাবি করলে স্পিকার এটিকে প্রশ্ন নয় বলে অগ্রাহ্য করে দেন। তখন জনাব সালাউদ্দিনসহ সদস্য জনাব আব্দুস সাত্তার (জাসদ) জনাব ময়নুদ্দিন (জাসদ) কয়েক মিনিটের জন্য ওয়াক আউট করেন।২৫

রেফারেন্স: ৭ জুন ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ