যুক্তরাষ্ট্রের সাথে সাড়ে ৪ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর
ঢাকা। আজ এখানে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার মাধ্যমে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ৪ কোটি ৫০ লক্ষ ডলারের এক চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ পরিকল্পনা দফতরের সেক্রেটারি জনাব সাইদুজ্জামান এবং বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্যা অ্যাফেয়াস মি. দানিয়েল ও নিউবেরী উভয় সরকারের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির সমুদয় অর্থ গম, ভােজ্যতেল, সিমেন্ট ও বিভিন্ন প্রকল্পের সাহায্যের জন্য ব্যয় করা হবে। চার কোটি পঞ্চাশ লক্ষ ডলারের এই চুক্তিটি হচ্ছে ১৯৭২ সালের মূল চুক্তির তৃতীয় দফা। এর ফলে দুই অর্থবছরের মােট সাহায্যের পরিমাণ দাঁড়ালাে ১৯ কোটি ডলার।১১২
রেফারেন্স: ২৯ মে ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ