You dont have javascript enabled! Please enable it! 1973.05.21 | ডি পি ধর-এর নেতৃত্বে ভারতীয় অর্থনৈতিক প্রতিনিধি দল ঢাকায় এসেছেন | দৈনিক পূর্বদেশ - সংগ্রামের নোটবুক

ডি পি ধর-এর নেতৃত্বে ভারতীয় অর্থনৈতিক প্রতিনিধি দল ঢাকায় এসেছেন

ভারতের পরিকল্পনা মন্ত্রী শ্রী দুর্গা প্রসাদ ধর এর নেতৃত্বে দশ সদস্যবিশিষ্ট একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ভারতীয় প্রতিনিধি দল সােমবার চারদিনের সফরে ঢাকায় এসেছেন। অর্থনৈতিক প্রতিনিধি দলটিকে নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান বিকেলে তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করে। দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযােগিতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলােচনার জন্য প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন। জানা গেছে, দ্বিপক্ষীয় আলােচনা বৈঠকসমূহে দুদেশের বিদ্যমান বাণিজ্য ও অর্থনৈতিক সহযােগিতা পরিস্থিতি পর্যালােচনা করা হবে। বাংলাদেশ-ভারত বাণিজ্য চুক্তির মেয়াদ সম্প্রসারণের সম্ভাবনা সম্পর্কেও বৈঠকে আলােচনা হবে বলে আশা করা যাচ্ছে। উল্লেখ্য আগামী ২৭ জুন বর্তমান বাংলাদেশ-ভারত বাণিজ্য চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রী দুর্গা প্রসাদ ধর বলেন যে, অর্থনৈতিক পরিকল্পনা সম্পর্কে অভিজ্ঞতা ও মতামত বিনিময়ের জন্যই আমরা এসেছি। শ্ৰী ডি পি ধর ও প্রতিনিধিদল আগামী শুক্রবার সকালে ঢাকা ত্যাগ করবেন। ঢাকা অবস্থানকালে শ্রী ধর রাষ্ট্রপতি জনাব আবু সাঈদ চৌধুরী, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ, বাণিজ্য মন্ত্রী জনাব কামারুজ্জামান, পররাষ্ট্রমন্ত্রী জনাব কামাল হােসেন প্রমুখের সাথে আলােচনা বৈঠকে মিলিত হবেন। সরকারি ভারতীয় প্রতিনিধি দলে ভারতের পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক এস চক্রবর্তী ও শ্ৰী পাঠক, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব শ্রী বিডি কুমার, অর্থমন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্ৰী হিরানাথ, যৌথ নদী কমিশনের সচিব ও জলসেচ-বিদ্যুৎ মন্ত্রণালয়ের যুগ্মসচিব শ্রী নাগরাজ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের শ্রী এইচ ডি ধাল্লা, ভারতীয় কৃষি গবেষণা পরিষদের শ্রী অমৃত সিং প্রমুখ রয়েছেন।৮২

রেফারেন্স: ২১ মে ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ