সমাজতান্ত্রিক দলের বিভিন্ন জেলা সম্মেলনের প্রস্তুতি চলছে
জাতীয় সমাজতান্ত্রিক দলের বিভিন্ন জেলা শাখার সম্মেলন সম্প্রতি শুরু হয়েছে। গত ২১ এপ্রিল মাদারীপুর জেলা, ২২ এপ্রিল গােপালগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবং ২৩ এপ্রিল কুমিল্লা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। মাদারীপুর জেলা সম্মেলন অধ্যাপক আঃ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তৃতা করেন প্রধান অতিথি জনাব আ. স. ম. আবদুর রব, জনাব শাহজাহান খান, শহীদুল ইসলাম প্রমুখ। গােপালগঞ্জ জেলা সম্মেলনে মওলানা শামসুল হুদা সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন প্রধান অতিথি আ. স. ম. আবদুর রব, জনাব সেলিম ও জনাব সিরাজ খান ঠাকুর। ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্মেলনে বক্তৃতা করেন জনাব নুরুল আলম জিকু, জনাব শাহ আলম ও জনাব খায়রুজ্জামান। কুমিল্লা জেলা সম্মেলন জনাব ফজলুল হক মােক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তৃতা করেন জনাব নুরুল আলম জিকু ও জনাব শাহ আলম।৮১
রেফারেন্স: ২৬ এপ্রিল ১৯৭৩, দৈনিক সংবাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ