বিরােধী দলীয় রাজবন্দিদের মুক্তির দাবী- মওলানা ভাসানী
মওলানা ভাসানী কারারুদ্ধ বিরােধীদলীয় নেতৃবৃন্দ ও কর্মীদের মুক্তিদানের দাবি জানিয়েছেন। ভাসানী ন্যাপ প্রেসিডিয়াম সদস্য মতিউর রহমান দৈনিক হক কথার সম্পাদক ইরফানুল বারী ও মুখপাত্র সম্পাদক ফজলুর রহমানের মামলার প্রসঙ্গ উল্লেখ করে এক বিবৃতিতে মাওলানা ভাসানী বলেন, তার দল ও অন্যান্য বিরােধী দলীয় কর্মী ও নেতাদের মিথ্যা মামলায় জড়িয়ে কারান্তরালে নিক্ষেপ ও হয়রানি করা হচ্ছে। তিনি এদের মুক্তির দাবি করেন। কাজী জাফর : অপর এক বিবতিতে ভাসানী ন্যাপের সাধারণ সম্পাদক কাজী জাফর আহমদ ১৮ এপ্রিল খুলনায় তার দলের নেতা গােলাম সাহেবকে হত্যার প্রসঙ্গ উল্লেখ করে হত্যাকারীদের শাস্তির দাবি জানান। বিরােধী দলীয় কর্মীদের নিরাপত্তা বিধানের যথােপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সরকারের নিকট আবেদন জানান।৮০
রেফারেন্স: ২৫ এপ্রিল ১৯৭৩, দৈনিক সংবাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ