তাজউদ্দীনের ম্যানিলা যাত্রা
বাংলাদেশের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ ম্যানিলায় এশীয় উন্নয়ন ব্যাংকের বার্ষিক অধিবেশনে যােগ দেয়ার জন্য সােমবার বিকেলে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর ম্যানিলায় আগামী ২৬ এপ্রিল থেকে ৩ দিন ব্যাপী বার্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। জনাব তাজউদ্দীন বাসস প্রতিনিধিকে বলেছেন, বাংলাদেশ গত মার্চ মাসে এশীয় উন্নয়ন ব্যাংকের উন্নয়নমূলক নীতি সম্পর্কে আলােচনার সুযােগ গ্রহণ করবে। অর্থমন্ত্রী বলেছেন, গত মার্চ মাসে এশীয় উন্নয়ন ব্যাংকের আনুষ্ঠানিকভাবে সদস্য হয়েছে এবং বাংলাদেশ এই প্রথমবারের মতাে বৈঠকে যােগদান করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থ সাহায্যপ্রাপ্ত সকল প্রকল্পই চালু হওয়ার পর থেকে এগুলােকে পুনরায় ধীরে ধীরে উজ্জীবিত করা হচ্ছে। পুরনাে ঋণের ব্যাপারে নিষ্পত্তির প্রশ্ন ওঠেনি। অর্থমন্ত্রী আরাে বলেছেন যে, এশিয়ায় উন্নয়ন নীতির ব্যাপারে বাংলাদেশের মতামত সম্পর্কে এশীয় উন্নয়ন ব্যাংকের সদস্যদের তিনি অবহিত করবেন। অর্থ সচিব জনাব মতিউল ইসলাম ও অর্থমন্ত্রীর ব্যক্তিগত সচিবও তার সাথে ম্যানিলায় যাচ্ছেন। জনাব তাজউদ্দীন ৩০ এপ্রিল বা ১ মে ঢাকায় ফিরে আসবেন।৭৩
রেফারেন্স: ২৩ এপ্রিল ১৯৭৩, দৈনিক সংবাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ