You dont have javascript enabled! Please enable it! 1973.04.08 | বিচারপতি আবু সাঈদ চৌধুরী পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত | দৈনিক সংবাদ - সংগ্রামের নোটবুক

বিচারপতি আবু সাঈদ চৌধুরী পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত

বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। মনােনয়ন পত্র চূড়ান্ত বাছাইয়ের পর প্রধান নির্বাচন কমিশনার রােববার বেলা সাড়ে বারােটায় রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘােষণা করেন। গত বছর ১৬ ডিসেম্বর সংবিধান প্রণীত হওয়ার পর বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী বাংলাদেশের প্রথম সাংবিধানিক রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গত বছর জানুয়ারি মাসে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর রাষ্ট্রপতির পদ ছেড়ে দিয়ে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলে বিচারপতি আবু সাঈদ চৌধুরী প্রথম দফায় রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন।
বঙ্গবন্ধুর অভিনন্দন : বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘােষণা হওয়ার অনতিকাল পরই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে অভিনন্দন জানান। উচ্চ পর্যায়ের আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক জনাব আবদুর রাজ্জাক, জনাব তােফায়েল আহমেদ রাষ্ট্রপতির সাথে দেখা করে তাকে অভিনন্দন জানিয়েছেন। বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরীর পক্ষে তিনটি মনােনয়নপত্র পেশ করেন যথাক্রমে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক এবং আওয়ামী লীগ পার্লামেন্টারি দলের চিফ হুইপ শাহ মােয়াজ্জেম হােসেন।২৭

রেফারেন্স: ৮ এপ্রিল ১৯৭৩, দৈনিক সংবাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ