বঙ্গবন্ধু-যুগােশ্লাভ প্রধানমন্ত্রী আলােচনা বৈঠক
মঙ্গলবার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সফররত যুগােশ্লাভ প্রধানমন্ত্রী মি. ডিজমেল বিজেপিক আনুষ্ঠানিকভাবে এক বৈঠকে মিলিত হন। দুই ঘণ্টাকাল স্থায়ী এই বৈঠকে উভয় নেতার মধ্যে উপমহাদেশের পরিস্থিতিসহ আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে মতামত বিনিময় হয়। হৃদ্যতা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ও যুগােশ্লাভ প্রধানমন্ত্রী উভয় দেশের সম্পর্ক ও অর্থনৈতিক সহযােগিতার ব্যাপারে আলােচনা করেন। উভয় নেতা বিশ্ব উত্তেজনা হ্রাস ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রচেষ্টায় গভীর সন্তোষ প্রকাশ করে এই মর্মে আশা প্রকাশ করেন যে, বিশ্ব শান্তি সংহত করার জন্য আরাে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে। এর পর নেতৃদ্বয় পৃথক কক্ষে প্রায় ১ ঘণ্টাকাল আলােচনা করেন। গত পরশু স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে যুগােস্লাভ প্রধানমন্ত্রীর সাথে বঙ্গবন্ধু আলাপ আলােচনা করছিলেন। এই সময়েও উভয় নেতার মধ্যে বিভিন্ন প্রশ্ন আলােচনা হয়। গতকাল প্রথমই তাদের মধ্যে সরকারিভাবে আলােচনা অনুষ্ঠিত হয়েছে। এর পর উভয় দেশের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রশ্নে বিশেষজ্ঞ পর্যায়ে আলােচনা হবে বলে জনৈক সরকারি মুখপাত্র জানান। তিনি বলেন, উপমহাদেশের বিভিন্ন সমস্যাবলি বঙ্গবন্ধু যুগােস্লাভ প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। উপমহাদেশের মানবিক সমস্যাসহ সকল সমস্যার ব্যাপারেই বাংলাদেশের গঠনমূলক মনােভাবের কথা তিনি উল্লেখ করেন।
সকালে সরকারি পর্যায়ের বৈঠকে বঙ্গবন্ধুকে সহায়তা করেন শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম, অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ, জল ও বিদ্যুত্মন্ত্রী খন্দকার মােশতাক, যােগাযােগ মন্ত্রী জনাব মনসুর আলী ও পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন। অপরদিকে যুগােশ্লাভ প্রধানমন্ত্রীকে সহায়তা করেন যুগােস্লাভিয়ার সহকারি পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য সফররত নেতৃবৃন্দ।১০৪
রেফারেন্স: ২৭ মার্চ ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ