দুবৃত্তদের দমনে জনমত গড়ে তােলাে- ছাত্রদের প্রতি বঙ্গবন্ধুর ডাক
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র সমাজকে দুষ্কৃতিকারী ও সমাজ বিরােধী ব্যক্তিদের বিরুদ্ধে জনমত গড়ে তােলার আহ্বান জানান। তিনি দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্যে সরকারের আইন প্রয়ােগকারী প্রতিষ্ঠানগুলােকে সহযােগিতা ও সাহায্য করার জন্য ছাত্রদের উপদেশ দেন। গণভবনে সলিমুল্লাহ মুসলিম হলের একদল ছাত্রের সাথে তিনি আলাপ আলােচনা করছিলেন। নির্বাচনে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর নিরঙ্কুশ বিজয় লাভের জন্যে ছাত্ররা মিছিল সহকারের গণভবনে গমন করেন এবং বঙ্গবন্ধুকে মাল্যভূষিত করেন। প্রধানমন্ত্রী ছাত্রদের উদ্দেশ্যে প্রসঙ্গত বলেন যে, আন্তরিকতার সাথে ছাত্রদের অধ্যয়নে মনােনিবেশ করতে হবে। তিনি বলেন, ছাত্র জীবন থেকেই ছাত্রদের জ্ঞান ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, যাতে করে ভবিষ্যতে তারা দেশের সুনাগরিক হতে পারে এবং তাদের দায়িত্ব পালনে সক্ষম হয়।৭৮
রেফারেন্স: ২০ মার্চ ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ