You dont have javascript enabled! Please enable it! 1973.03.14 | পুরানাে মন্ত্রীদের প্রায় সবাই বহাল থাকছেন | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

পুরানাে মন্ত্রীদের প্রায় সবাই বহাল থাকছেন

পুরানাে মন্ত্রীদের প্রায় সবাই নতুন মন্ত্রি সভায় থাকছেন। সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণের পর জানা গেছে যে, নতুনদের মধ্যে কেবলমাত্র শ্রী মনােরঞ্জন ধর নতুন মন্ত্রি সভায় পূর্ণাঙ্গ মন্ত্রী হিসাবে যােগ দেওয়ার সুযােগ পাচ্ছেন। শ্রী ধরকে খাদ্য অথবা কৃষি দফতরের দায়িত্ব দেয়ার সম্ভাবনা রয়েছে। গতরাতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঘনিষ্ঠ সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, জনাব তাজউদ্দীন আহমদ ও জনাব এম, মনসুর আলীসহ পার্টির শীর্ষ নেতৃবৃন্দের সাথে দীর্ঘ আলােচনার পর নতুন মন্ত্রি সভার তালিকা চূড়ান্ত করেছে বলে নির্ভরযােগ্য সূত্রে জানা গেছে। সূত্রটি এক প্রশ্নের জবাবে বলেন যে, নতুন সদস্যদের মধ্যে একমাত্র শ্রী মনােরঞ্জন ধর ছাড়া আর কেউই পূর্ণাঙ্গ মন্ত্রী হিসাবে নিযুক্তির সুযােগ পাচ্ছেন না। নতুন সদস্যদের মধ্যে থেকে কিছু সংখ্যক ষ্টেট মন্ত্রী নেওয়া হবে। এদের সংখ্যা ১৫ জন হতে ২০ জনের মধ্যে থাকবে। পুরনাে মন্ত্রীদের ২ অথবা ৩ জন সদস্য নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়বেন বলে সূত্রটি আমাকে জানিয়েছেন। তবে আমাদেরকে বিদেশে রাষ্ট্রদূত পদে নিযুক্ত করা হবে। উপরােক্ত ৩ জন ছাড়া পুরনাে মন্ত্রীদের আর সবাই নতুন মন্ত্রিসভায় বহাল থাকবেন। তবে কতিপয় কেন্দ্রে দফতর পুনর্বন্টনের সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগামীকাল শুক্রবার রাষ্ট্রপতির কাছে নতুন মন্ত্রি সভার তালিকা পেশ করবেন। তার কয়েক ঘণ্টা পরই মন্ত্রিসভার সদস্যগণ রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণ করবেন।৫৪

রেফারেন্স: ১৪ মার্চ ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ