বাংলাদেশকে বাদ দিয়ে যুদ্ধবন্দি মুক্তি সম্ভব নয়- ইন্দিরা গান্ধী
নয়াদিল্লি। ভারতের প্রখ্যাত বুদ্ধিজীবী, গ্রন্থকার, সাংবাদিক ও স্থানীয় ব্যক্তির এক প্রতিনিধি দল সম্প্রতি প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাৎ করে পাকিস্তানি যুদ্ধ বন্দিদের মুক্তিদানের ব্যবস্থা করার অনুরােধ জানান। প্রতিনিধি দলের জনৈক সদস্য প্রধানমন্ত্রীকে বলেন যে, পাকিস্তান যাই করে থাকুক না কেন আমরা অবশ্যই ন্যায় সংগত কাজই করব। তদুত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘ন্যায়সংগত কাজ করাই যে আমাদের উচিত, তা আমি স্বীকার করি। তবে বাংলাদেশকে খাটো করাটা ন্যায় সংগত কাজ হবে বলে আমি মনে করি না। এই যুদ্ধবন্দিরা কেবল আমাদেরই নয়, ওরা বাংলাদেশেরও বন্দি।’ ঢাকায় ভারতের তথ্য দফতরের এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানাে হয়েছে।৫০
রেফারেন্স: ১৩ মার্চ ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ