১০ দিনের মধ্যে অস্ত্র জমা দাও- দুষ্কৃতিকারীদের প্রতি বঙ্গবন্ধু
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ দিনের মধ্যে অনুমােদিত অস্ত্রশস্ত্র জমা দেয়ার জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছিলেন। এ তথ্য স্বরাষ্ট্র দফতরের এক বিজ্ঞপ্তিতে জানা গেছে। নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা দিলে কারাে বিরুদ্ধে কোন রকম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুমােদিত অস্ত্র শস্ত্রের মালিকদের শেষ সুযােগ দানকল্পে একটি বিজ্ঞপ্তি জারি করার জন্য স্বরাষ্ট্র দফতর কর্তৃক নির্দেশ দিয়েছেন। রিভলবার, পিস্তল প্রভৃতি অস্ত্রশস্ত্রের মালিকরা থানায় অস্ত্র জমা দেওয়ার সময় এই সব অস্ত্র ফিরে পাওয়ার উদ্দেশ্যে নিয়মিত লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। সরকার লাইসেন্সের জন্য তাদের আবেদন যােগ্যতার ভিত্তিতে বিবেচনা করবে। উক্ত নির্দেশে আরাে বলা হয় যে, যেসব ব্যক্তিরা এই আদেশ পালনে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ১৯৭২ সালে আত্মসমর্পণ মূলক অপরাধ সংক্রান্ত ৫০ নম্বর নির্দেশবলে তাদের শাস্তি দেওয়া যেতে পারে। প্রেসিডেন্টের উক্ত নির্দেশ বলে দোষী ব্যক্তিকে জরিমানাসহ সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেওয়া যেতে পারে।৩৭
রেফারেন্স: ১০ মার্চ ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ