যুদ্ধবন্দি প্রশ্নে নিক্সন মধ্যস্থতা করবেন
নয়াদিল্লি। প্রেসিডেন্ট নিক্সন পাকিস্তানকে এই আশ্বাস দিয়েছেন যে, ভারতে আটক পাকিস্তানি যুদ্ধবন্দি মুক্তির প্রশ্নে তিনি মধ্যস্থতা করবেন। পাকিস্তান বেতার ভাষ্যে প্রকাশ, প্রেসিডেন্ট ভুট্টোর বিশেষদূত হিসেবে পশ্চিম পাকিস্তান গভর্নর গােলাম মােস্তফা খান সম্প্রতি তার ওয়াশিংটন সফর থেকে ফিরে এসে করাচীতে আজ এতথ্য প্রকাশ করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট নিক্সন বন্দি মুক্তি প্রশ্নে পাকিস্তানের দাবির প্রতি সহানুভূতিশীল এবং তিনি ব্যাপারটিকে মানবিক সমস্যা বলে উল্লেখ । করেন। তবে কি এটা ভাওতা? নিউইয়র্ক থেকে পিটি আই অপর এক খবরে প্রকাশ, পররাষ্ট্র বিভাগের মুখপাত্র মিস্টার চার্লস ব্রেজ পাকিস্তানি যুদ্ধবন্দি মুক্তি প্রশ্নে জিজ্ঞাসিত হয়ে বলেছেন যে, উপমহাদেশের উক্ত ব্যাপারে মার্কিন সরকার যেহেতু কোন পক্ষ নয়, কাজেই সংশ্লিষ্ট পক্ষগুলাে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে জড়িয়ে পড়বে না। তিনি গতকাল ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রােজার্সের সাথে অনুষ্ঠিত জনাব ভুট্টোর বিশেষ দূত গােলাম মােস্তফা খান-এর আলােচনার উপর আলােকপাত করছিলেন।৩৯
রেফারেন্স: ১০ মার্চ ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ