নির্বাচন বিপ্লবের পথকে সুগম করবে- মওলানা ভাসানী
ন্যাশনাল আওয়ামী পার্টির প্রধান মওলানা আবদুল হামিদ খান ভাসানী রবিবার বলেন যে, আসন্ন নির্বাচন দেশে সামাজিক বিপ্লবের পথকে সুগম করবে। তিনি বলেন, এই নির্বাচন দীর্ঘ পরীক্ষিত ও বহু বিলম্বিত বিপ্লবের জন্য চূড়ান্ত সংগ্রামেরই একটি অংশ বিশেষ। ৯১ বছর বয়স্ক বৃদ্ধ প্রবীণ রাজনীতিবিদ মওলানা আবদুল হামিদ খান ভাসানী অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন। তাঁর কেবিনে এনার প্রতিনিধির সাথে এক বিশেষ সাক্ষাৎকারে উপরােক্ত মর্মে কথা বলেন। মওলানা সাহেব বলেন, এই নির্বাচনের সুযােগেই এই বিভিন্ন শ্রেণির সংগঠন দেশের প্রতিটি প্রান্তের আনাচে কানাচে সভা সমিতি ও প্রচারপত্রের মাধ্যমে তাদের রাজনৈতিক চিন্তাধারা ও আদর্শ প্রচার করছে। তিনি বলেন, এটা বিপ্লবকে ত্বরান্বিত করবে। বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ মওলানা সাহেব বলেন, কেবলমাত্র নির্বাচনের মাধ্যমেই সমাজতন্ত্র ও শােষণ মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করা সম্ভব নয়। তিনি ভাবাবেগাপ্লুত রুদ্ধকণ্ঠে বলেন যে, জনগণের চারিত্রিক ও মানসিক পরিবর্তন না হলে এই দুর্ভাগা দেশে কোনাে সংকটেরই সমাধান হবে না। বর্তমানে দেশের সমাজ জীবনের যে অপরাধ। প্রবণতা ও দুর্নীতি চলছে তার উল্লেখ করে মওলানা সাহেব বলেন, এর ফলে আমাদের জাতীয় জীবন নিঃশেষ হয়ে যাচ্ছে। তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন যে, অসাধু ব্যবসায়ীরা এক্ষণে খাদ্য শস্যের চোরাচালানী ও কালােবাজারীতে মত্ত রয়েছে। মওলানা সাহেব অভিযােগ করে বলেন যে, সরকারি কর্মচারীরাও বিশ্বস্ততার সাথে তাদের কর্তব্য সম্পাদন করছেন না। দেশের খাদ্য পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ছাত্র সমাজের মধ্যে উচ্ছঙ্খলতার ভাব ও অস্ত্র, চুরি, ডাকাতি প্রভৃতি সমস্যা নিয়ে মওলানা ভাসানী দীর্ঘ আলােচনা করেন।১৪
রেফারেন্স: ৪ মার্চ ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ