জয়পুরহাটে বঙ্গবন্ধুর ভাষণ
আমার দেশ যখন পেয়েছি, দেশের মানুষ যখন আছে, স্বাধীন হয়েছে, দেশের সম্পদ যখন আছে, আমার সােনার বাংলায় নাই এমন জিনিস নাই। আমার সােনার বাংলার এত সুন্দর মানুষ দুনিয়ায় হয় না। শুধু পরিশ্রম করতে হবে। সৎ ভাবে কাজ করতে হবে। গরীবের অর্থ যেন কেউ আত্মসাৎ করে না খায়। গরীবের সম্পদ যেন আত্মসাৎ করে না খায়। দুর্নীতি বাংলার মধ্যে থেকে মুছে দিতে হবে। ২৫ বছর বাংলার সম্পদ বাংলার মাটির তলে আছে। কেউ সেই সম্পদের দিকে ফিরে তাকায় নাই। তাই আপনাদের কাছে আমার অনুরােধ যে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। আমি রাজনীতি করেছি বাংলার মানুষকে ভালােবাসি বলে। বাংলার মানুষের মুক্তির জন্য আর বাংলার মানুষের শান্তির জন্য। ভায়েরা-বােনেরা আমার, ৭ মার্চ তারিখে আমি নির্বাচন দিয়েছি। যে যে দলের ইচ্ছা তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। কেউ বাধা দেবে না। যার যার দলের বাক্স থাকবে। জনগণ ভােট দিলে ভােট নিতে আপনারা পারবেন। আমি তাে বুঝতে পারিনা যে বাংলার মানুষের মুখে কি করে আমি হাসি ফুটাবাে। আমার সগ্রাম স্বাধীনতার সংগ্রাম, বাংলার মানুষের রক্ত বৃথা হয়ে যাবে যদি আমার এই বাংলার দুঃখী মানুষ পেট ভরে ভাত না খায়। যদি গায়ে কাপড় না পায়। বেকার সমস্যা দূর না হয়। আর যদি দেশের মানুষ শান্তিতে বাস করতে না পারে আমার জীবনের সব সাধনা নষ্ট হয়ে যাবে।১০৪
রেফারেন্স: দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ