You dont have javascript enabled! Please enable it! 1973.02.15 | আওয়ামী লীগ থেকে আরাে পাঁচজন বহিষ্কৃত | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

আওয়ামী লীগ থেকে আরাে পাঁচজন বহিষ্কৃত

ঢাকা—২২ নির্বাচনী এলাকা হতে জনাব এস, এ হাসান, বাকেরগঞ্জ—১৩ নির্বাচনী এলাকা থেকে জনাব ইসাক মতিন, নােয়াখালী-১ হতে মােহাম্মদ জাহাঙ্গীর মজুমদার, নােয়াখালী-১৪ নির্বাচনী এলাকা থেকে জনাব এনায়েত উল্লাহ এবং নােয়াখালী-৩ থেকে জনাব নিয়াজুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের মনােনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং ‘জাসদ’ হতে মনােনয়নপত্র নিয়ে আগামী সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। দলীয় আদর্শ ও শৃঙ্খলা বিরােধী কার্যকলাপের জন্যে এবং দলীয় নির্দেশের বিরুদ্ধাচরণ করার অপরাধে উল্লেখিত সকলকে বাংলাদেশ আওয়ামী লীগ হতে বহিস্কৃত করা হয়েছে।৫৭

রেফারেন্স: ১৫ ফেব্রুয়ারি ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ