You dont have javascript enabled! Please enable it! 1973.02.15 | বাংলাভাষা যথাযথভাবে প্রয়ােগ করলেই শহীদদের প্রতি শ্রদ্ধা করা হবে-রাষ্ট্রপতি | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

বাংলাভাষা যথাযথভাবে প্রয়ােগ করলেই শহীদদের প্রতি শ্রদ্ধা করা হবে-রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী বাংলাভাষার উন্নতিকল্পে বিজ্ঞানভিত্তিক কর্মপ্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য দেশের শিক্ষিত জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। ২১ ফেব্রুয়ারি উপলক্ষে বাংলা একাডেমী আয়ােজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানে বৃহস্পতিবার উদ্বোধনী দিবসে তিনি প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। রাষ্ট্রপতি বলেন, জাতির উন্নতির জন্য ভাষার উন্নয়ন প্রয়ােজন। বিজ্ঞানভিত্তিক সুচারু ও সুষ্ঠুভাবে ভাষার উন্নয়নের জন্যে শব্দ গঠন, বানান, শব্দ চয়ন ও তার ব্যবহার ও পরিভাষা সৃষ্টির প্রতি লক্ষ্য রেখে শৃঙ্খলার সাথে এগিয়ে যেতে হবে। এর জন্য প্রয়ােজন সাধনা ও একাগ্রতা। এ ব্যাপারে এগিয়ে আসার জন্য তিনি দেশের শিল্পী, কবি, সাহিত্যিক, চিন্তাবিদ তথা শিক্ষিত সমাজের প্রতি আহ্বান জানান। তিনি বলেন যে, মাতৃভাষার উন্নয়ন ও যথাযথ প্রয়ােগের মাধ্যমেই ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। বাংলাভাষায় পরিভাষা প্রয়ােগের গুরুত্বের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ভাষার উন্নয়নে পরিভাষা গ্রহণ করতে হবে। তবে সাথে সাথে মাতৃভাষার প্রতি পূর্ণ শ্রদ্ধাবােধ বজায় রাখতে হবে। ভাষার উন্নয়নে। ও সৃজনশীল সৃষ্টিতে কবি সাহিত্যিকদের উৎসাহিত করার উদ্দেশ্যে রাষ্ট্রপতি জনগণের প্রতি বই কেনা ও বই পড়ার অভ্যাস গড়ে তােলার আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি নিরক্ষরতার কথা উল্লেখ করে নিরক্ষরতা দূরীকরণের জন্য সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। নিরক্ষরতা দূরীকরণে সরকারি পরিকল্পনা সফল করার জন্য তিনি সকলের সমবেত প্রচেষ্টার আহ্বান জানান। রাষ্ট্রপতি জনাব চৌধুরী বিগত স্বাধীনতা সংগ্রামের সঠিক উপাদান সংগ্রহ করে স্বাধীনতার ইতিহাস লিপিবদ্ধ করার ব্যাপারে এগিয়ে আসার জন্য বাংলা একাডেমির প্রতি আহ্বান জানান।৫৮

রেফারেন্স: ১৫ ফেব্রুয়ারি ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ