You dont have javascript enabled! Please enable it! 1973.02.12 | বঙ্গবন্ধু ছাড়া আর কারাে নেতৃত্বে বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠন করা যাবে না— সৈয়দ নজরুল ইসলাম | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধু ছাড়া আর কারাে নেতৃত্বে বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠন করা যাবে না— সৈয়দ নজরুল ইসলাম

টাঙ্গাইল। শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম আজ এখানে বলেন যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যতিরেকে এমন কোন ব্যক্তি নেই যার নেতৃত্বে দেশের যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠিত করা সম্ভব হতে পারে। সৈয়দ নজরুল বলেন, বঙ্গবন্ধু ৫ বছর ক্ষমতায় থাকতে পারতেন। কিন্তু নির্বাচন দিয়ে বিশ্বের কাছে এটাই প্রমাণ করলেন যে, জনগণের সম্মতি ছাড়া তিনি একদিনের জন্যও ক্ষমতায় থাকতে চান না। সৈয়দ নজরুল আজ সকালে বঙ্গবন্ধু যে বিরাট জনসভায় ভাষণ দিয়েছেন সেই জনসভায় বক্তৃতা করছিলেন। সৈয়দ নজরুল ইসলাম বঙ্গবন্ধুর প্রতি আস্থা আছে কি না তা জানতে চাইলে সমগ্র জনসভায় জনতা দুহাত তুলে জাতির জনকের প্রতি তাদের আস্থা প্রকাশ করেন। গত এক বছরে সরকারের বিভিন্ন সাফল্যের উল্লেখ করে সৈয়দ নজরুল বলেন, সরকারের হাতে যখন কোন সম্পদই ছিল না তখন বঙ্গবন্ধু দেশের দায়িত্বভার গ্রহণ করেন। এতদসত্ত্বেও বঙ্গবন্ধু একটি লােককেও অনাহারে মরতে দেন নাই। সৈয়দ নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু এবং তাঁর সরকার ও দল জনগণের নিকট দেয়া সকল প্রতিশ্রুতি পূরণ করেছে। তিনি বলেন, ২৫ বিঘা জমির খাজনা মওকুফ করা হয়েছে, বকেয়া খাজনা বাতিল করা হয়েছে। এবং বৃহৎ শিল্পসমূহ জাতীয়করণ করা হয়েছে। দেশে সমাজতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠার উদ্দেশ্যে বঙ্গবন্ধু যে সুদূরপ্রসারী পদক্ষেপ গ্রহণ করেছেন তার উল্লেখ করে সৈয়দ নজরুল বলেন, পুঁজিবাদী শক্তিসমূহ বঙ্গবন্ধুর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সৈয়দ নজরুল ইসলাম বলেন, ইতিহাস আবার প্রমাণ করবে যে, আওয়ামী লীগ জনগণের নিকট প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে কখনাে ব্যর্থ হয় নাই। তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী তাদের জীবন দিয়েছে, তবুও জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে নাই। সৈয়দ নজরুল বঙ্গবন্ধুর গণসংযােগ সফরের সাথী হিসেবে জামালপুর ও ঈশ্বরগঞ্জের জনসভায় বক্তৃতা করেন। বক্তৃতাকালে তিনি বলেন যে, এবারের নির্বাচন জনগণের দুঃখ দুর্দশা দূর করার নিশ্চয়তা বিধান করবে।৫১

রেফারেন্স: ১২ ফেব্রুয়ারি ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ