You dont have javascript enabled! Please enable it! 1973.01.23 | পাকিস্তানের সাথে আলােচনা প্রশ্নে রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

পাকিস্তানের সাথে আলােচনা প্রশ্নে রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী

রাষ্ট্রপতি বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী বলেন যে, পাকিস্তান বাংলাদেশের সাথে আলােচনা বৈঠকে বসার ব্যাপারে স্বীকৃতিদান হচ্ছে পূর্ব শর্ত। রাষ্ট্রপতি জনাব চৌধুরী মঙ্গলবার বঙ্গভবনে বর্তমানে বাংলাদেশ সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী মি. কাকরীর সাথে আলােচনাকালে এ কথা বলেন। আলােচনাকালে বেগম চৌধুরী এবং ম্যাডাম কাকরী উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি জনাব চৌধুরী আরও বলেন, বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবেই পকিস্তানের সাথে আলােচনায় বসবে। তিনি বলেন, পাকিস্তান সরকারের উচিত আটক বাঙালিদের ফিরিয়ে দেয়া। কারণ তারা। যুদ্ধবন্দিদের মতাে কোন অপরাধ করেনি। যুদ্ধবন্দিদের সাথে তাদের তুলনা করা যায় না। আটক বাঙালিদের বিচার করা হবে সম্প্রতি পাকিস্তানের এই হুমকির প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, তাহলে অবিচার করা হবে। কারণ পাকিস্তানের যুদ্ধবন্দিরা বাঙালিদের উপর ধর্ষণ, হত্যা, লুণ্ঠন ও অগ্নি সংযােগ করেছে সেসব অপরাধে তারা অপরাধী। এই হুমকি একটা চক্রান্ত। রাষ্ট্রপতি প্রথমদিকে বাংলাদেশকে স্বীকৃতিদানের জন্য নেপালকে ধন্যবাদ জানান। জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রশ্নে নেপালের ভূমিকার প্রশংসা করেন। নেপালের পররাষ্ট্রমন্ত্রী মি. কাকরি তার হাতে নেপালের রাজার একটি বাণী হস্তান্তর করেন।৮৫

রেফারেন্স: ২৩ জানুয়ারি ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ