কোন্দল করবেন না, নির্বাচনী রায়ের জন্য অপেক্ষা করুন- তাজউদ্দীন আহমদ
রাজাপুর, বরিশাল। অর্থ ও পরিকল্পনা দফতরের মন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ রাজনীতিতে সহনশীলতার নীতি সমুন্নত রাখা এবং আগামী সাধারণ নির্বাচনে জনসাধারণের রায়ের জন্য অপেক্ষা করতে আজ সমস্ত রাজনৈতিক দলের প্রতি উপদেশ দেন। অর্থমন্ত্রী আজ বিকালে এখানে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। রাজনৈতিক কোন্দলের ফলে কোন মঙ্গল সাধিত হয় না বলে জনাব তাজউদ্দীন আহমদ উল্লেখ করেন। যাদেরকে দেশের স্বার্থের বিপক্ষে কার্যকলাপে লিপ্ত থাকতে দেখা যাবে, জনসাধারণ তাদের ক্ষমা করবে না বলেও মন্ত্রী উল্লেখ করেন। জনাব তাজউদ্দীন আহমদ বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িকতার স্থান নেই। বঙ্গবন্ধু বিশেষ কোন ধর্মীয় সম্প্রদায়ের পিতা নন। তিনি সমগ্র জাতিরই পিতা। দেশের সমস্ত নাগরিকের সমান অধিকার ও সমান দায়িত্ব থাকবে। অর্থমন্ত্রী জনসাধারণকে দুষ্কৃতিকারীদের থেকে দূরে থাকার আহ্বান জানান এবং সমাজবিরােধী লােকদের সতর্ক করে দেন। সরকার সমাজবিরােধী লােকদের কার্যকলাপ সম্পর্কে সজাগ আছেন বলে জনাব তাজউদ্দীন আহমদ উল্লেখ করেন। অর্থমন্ত্রী জোর দিয়ে বলেন, সরকারি প্রশাসনযন্ত্র ও জনসাধারণকে একযােগে কাজ করতে হবে। এরূপ হলে দেশের অগ্রগতি ও শ্রীবৃদ্ধি ত্বরান্বিত হবে।
গােটা ছাত্রসমাজের উপর আশা হারায়নি : দেশের ছাত্রসমাজ স্বাধীনতা সংগ্রামের সময় যে ধৈর্য প্রদর্শন করে তার ভূয়সী প্রশংসা করে জনাব তাজউদ্দীন আহমদ বলেন, কিছু সংখ্যক ছাত্র বিপথে পরিচালিত হলে আমি গােটা ছাত্র সমাজের উপর আস্থা হারাইনি। অর্থমন্ত্রী যুব সমাজকে নেতৃত্বের জন্য চক্রান্তের উর্ধ্বে থাকার আহ্বান জানান। এ ধরনের চক্রান্তের ফলে ন্যায় বিচার বহু দূরে সরে যায়। মন্ত্রী বলেন, তােমাদের মন নির্মল ও সরল থাকবে। তােমাদের সমাজতন্ত্রের রাজমিস্ত্রী হতে হবে। এবং এজন্য তােমাদের জ্ঞান অর্জন করতে হবে।৫৮
রেফারেন্স: ১৩ জানুয়ারি ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ