নির্বাচন বানচালের চেষ্টা ব্যর্থ করুন
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির এক সভায় গৃহীত এক প্রস্তাবে বৃহস্পতিবার জনগণকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী শক্তিসমূহের বিরুদ্ধে সতর্ক করে দিয়ে নির্বাচন অনুষ্ঠানের জন্যে দেশে অনুকূল পরিবেশ সৃষ্টির প্রয়াসে সরকারের সাথে সহযােগিতা করতে আহ্বান জানানাে হয়েছে। পার্টির প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সভায় সভাপতিত্ব করেন। সভায় ১০ সদস্য বিশিষ্ট একটি পার্লামেন্টারি বাের্ড গঠন করা হয়েছে। তাছাড়া সভায় নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনী ইশতেহার প্রণয়নের জন্যেও আলাদা দুটো সাব-কমিটি গঠন করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত প্রস্তাবগুলাে গ্রহণ করা হয়েছে। এই সভায় কোন কোন মহল নির্বাচনি অনুষ্ঠানের পথে বাধা সৃষ্টি এবং জনগণকে ভােটাধিকার থেকে বঞ্চিত করে দেশের বিশৃঙ্খলা অবসানে তাদের রায় প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় গভীর দুঃখ প্রকাশ করছে। প্রস্তাবে জনগণকে এ সব অশুভ শক্তিকে প্রতিহত করে দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের অনুকূল পরিবেশ। সৃষ্টি করার আহ্বান জানানাে হয়েছে। এই সভা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত সরকারকে স্বাধীনতার পর অতি অল্প সময়ের মধ্যে জাতির জন্যে শাসনতন্ত্র প্রণয়ন এবং সাধারণ নির্বাচনের তারিখ ঘােষণা করায় অভিনন্দন জানাচ্ছে। কার্যকরি কমিটি প্রাক্তন গণপরিষদ সদস্য জনাব আবদুল গফুর, জনাব সওগাতুল আলম সগীর, শ্রমিক লীগ নেতা অধ্যাপক আবু সুফিয়ান এবং ছাত্রলীগ নেতা সঞ্জীব কুমার ঘােষ এবং মীর জাহানের হত্যায় গভীর শােক প্রকাশ করে। এ সভায় আওয়ামী লীগের সদস্য চট্টগ্রামের জনাব এম, এ আজিজের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে। বৃহস্পতিবার জনাব আজিজের মৃত্যু দিবস ছিল।৫১
রেফারেন্স: ১১ জানুয়ারি ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ