বঙ্গবন্ধু সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে জাতীয় শ্রমিক লীগ কর্তৃক দেশব্যাপী হরতাল আহ্বান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি মন্তব্য ও অশালীন মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জ্ঞাপন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বিশ্বাসী জন সংগঠনসমূহের মধ্যে ঐক্য সাধন এবং মেহনতী মানুষের সংহতির প্রমাণ দেয়ার জন্য জাতীয় শ্রমিক লীগ আগামী ৩১ জানুয়ারি দেশব্যাপী সাধারণ হরতাল পালনের সিদ্ধান্ত করেছে। শ্রমিক লীগের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির দ্বিতীয় দিনের মিটিং-এ এই সিদ্ধান্ত গৃহীত হয়। অপর একটি প্রস্তাবে সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে প্রতিকূল মন্তব্যের নিন্দা করে জনমত গঠনের জন্য আওয়ামী লীগের ১০ জানুয়ারি কার্যসূচী সমর্থন করা হয়। কোন কোন বিদেশি শক্তির সহায়তায় স্থানীয় দালাল বঙ্গবন্ধুর নামে কলঙ্ক আরােপের প্রয়াস চালাচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর সতর্কবাণী উচ্চারণ করেন। তারা বলেন যে, জনগণ এই সব অবাঞ্ছিত লােকদের সম্পর্কে সজাগ রয়েছে এবং জনগণই তাদের উচিত শিক্ষা দেবে। তারা আরও বলেন যে, যেসব শক্তি বঙ্গবন্ধুকে আক্রমণ করছে তারা দেশের আগামী সাধারণ নির্বাচন নস্যাৎ করে দেয়ার ষড়যন্ত্র পাকাচ্ছে। সভায় কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির পরবর্তী মিটিং ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে স্থির হয়। সংগঠনের অস্থায়ী প্রেসিডেন্ট জনাব এম, এ, মান্নান সভায় নেতৃত্ব করেন।২২
রেফারেন্স: ৫ জানুয়ারি ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ