আওয়ামী লীগ কাউকে অনাহারে মরতে দেয়নি
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান সমাজতন্ত্রের মাধ্যমে একটি শােষণহীন সমাজ ব্যবস্থা গঠনে বঙ্গবন্ধুর হাতকে সুদৃঢ় করতে জনগণের প্রতি আহ্বান জানান। গত শুক্রবারে এক জনসভায় ভাষণদানকালে তিনি বলেন, বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ আজ বঙ্গবন্ধুর মহান নেতৃত্বের বলেই স্বাধীনতা অর্জন করেছে এবং আবারও বঙ্গবন্ধুর নেতৃত্বেই দেশে সমাজতন্ত্র ও একটি শােষণহীন সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। আওয়ামী লীগই হলাে একমাত্র সুপ্রতিষ্ঠিত পার্টি যার কর্মীরা দেশ সেবার কাজে জীবন উৎসর্গ করেছে। বিরােধী দলের মিথ্যা প্রচারণার বিরুদ্ধে জনগণকে তিনি সতর্ক করে দেন। তিনি জনগণকে স্মরণ করে দিয়ে বলেন যে, আওয়ামী লীগ শূন্য হাতে ক্ষমতায় এসেছে, তাকে বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু শূন্য হাতে ক্ষমতায় আসলেও কাউকেই অনাহারে মরতে দেয়া হয়নি। আওয়ামী লীগের সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সেক্রেটারি জনাব মােস্তফা আনােয়ার স্বাধীনতা যুদ্ধ চলাকালে জনগণ যে রকম একতাবদ্ধভাবে ছিল ঠিক সেভাবে থাকার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের সেই সুদৃঢ় একতার বলেই আমরা স্বাধীনতা অর্জনে সক্ষম হয়েছি এবং আবারও সেই একতার বলেই আমরা অর্থনৈতিক মুক্তি ও একটি সুখী সমৃদ্ধশালী জীবন লাভে সক্ষম হব।৪
রেফারেন্স: ১ জানুয়ারি ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ