পাক সেনাবাহিনীতে কলেরার ব্যাপক প্রাদুর্ভাব: বহু হানাদারদের মৃত্যু
আগরতলা, ৫ জুন- পাক হানাদার বাহিনীর মধ্যে ব্যাপকভাবে কলেরা শুরু হয়েছে। মুক্তিফৌজের হাতে মার খেয়ে এমনিতেই হানাদারদের মধ্যে দারুণ সন্ত্রাসের সৃষ্টি হয়েছে রােগের আক্রমণ ও তা মহামারী আকার ধারণ করায় দখলদার সেনাদলের মনােবলও দ্রুত ভেঙে যাচ্ছে।
কলেরার ব্যাপকতা বাংলাদেশের পশ্চিম রণাঙ্গণেই অধিক। কুষ্টিয়াতে ইতিমধ্যেই ত্রিশজন পাক সৈন্য মারা পড়েছে। যশাের, খুলনা প্রভৃতি সেনা শিবির থেকে প্রচুর সংখ্যক কলেরা আক্রান্ত পাক সেনাকে কুষ্টিয়া শহরে আনা হয়েছে চিকিৎসার জন্য। চিকিৎসা ক্ষেত্রেও ওখানে চলেছে অরাজকতা। প্রয়ােজনীয় ডাক্তার, নার্স এমনকি ওষুধপত্রও পাওয়া যাচ্ছে না।
বর্বর পাক সেনারা যুদ্ধারম্ভের প্রথম ধাপেই সেনা-শিবিরে ও সরকারি হাসপাতালগুলাের বাঙালি চিকিৎসকদের গুলি করে খুন করেছে। কিছু সংখ্যক পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। কাজেই উপযুক্ত ডাক্তার ও প্রয়ােজনীয় ওষুধপত্রের জন্যও বিস্তর পাক সেনা খতম হচ্ছে।
সূত্র: গণসংহতি
০৬ জুন, ১৯৭১
২২ জ্যৈষ্ঠ, ১৩৭৮