মুক্তিফৌজের নামে বিনাভাড়ায় বাসে চড়তে দেয়া হবে না- বঙ্গবন্ধু
প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান আজ এখানে ঘােষণা করেন যে, মুক্তিফৌজ বা অন্যকোনাে নামে কাওকে বিনা পয়সায় বাসে ভ্রমণ করতে দেয়া হবে না। যে কেহ এ নির্দেশ ভঙ্গ করলে তাকে কঠোর শাস্তি দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন। বঙ্গবন্ধু আজ সেক্রেটারিয়েটে তার সাথে বাস সাক্ষাৎকারী বাস কর্মচারীদের প্রতিনিধিদেরকে উপরােক্ত আশ্বাস দেন। তিনি মিছিলযােগে আগত বাস শ্রমিকদের সমাবেশেও ভাষণ দেন। সকালে এই শ্রমিকরা বায়তুল মােকাররমে এক প্রতিবাদ সভায় মিলিত হয়েছিল। তথায় ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ বক্তৃতা করেন। প্রধানমন্ত্রী স্বার্থহীন কণ্ঠে এই আশ্বাস দেন। যে, শ্রমিকদের ওপর হামলার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা অবলম্বন করা হবে। এরপর আজ থেকে শ্রমিকরা কাজ পুনরাম্ভ করে এবং রাজধানীর সড়কে পুনরায় প্রাইভেট বাস চালু হয়। বেসরকারি মালিকানাধীন বাসগুলাে গতকাল থেকে রাস্তায় চলাচলে বিরত থাকে। এখানে উল্লেখযোগ্য যে, মুক্তিফৌজ হিসেবে নিজেদের পরিচয় দানকারী কতিপয় দুষ্কৃতকারীকে বিনা পয়সায় ভ্রমণ করতে না দিলে তারা বাস কর্মচারিদের মারধর করে। বাসশ্রমিকদের উক্ত সমাবেশে ঢাকা জেলা পরিবহন ইউনিয়নের প্রেসিডেন্ট ও সেক্রেটারি যথাক্রমে জনাব মঞ্জুরুল আহসান এবং বেলাইয়েত হোসেন, ট্রাক শ্রমিক নেতা জনাৰ সিরাজুল হক, বেবি টেক্সি শ্রমিক ইউনিয়নের জনাব জেবাল হক ও দোকান কর্মচারী ইউনিয়নের জনাব মােহাম্মদ ইজাজ বক্তৃতা করেন।
রেফারেন্স: ১৮ ফেব্রুয়ারি ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ