কানাডার স্বীকৃতি
অটোয়া। কানাডা বাংলাদেশকে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছে। রয়টার পরিবেশিত খবরে বলা হয় যে, বাংলাদেশকে কূটনৈতিক স্বীকৃতি দানকারী কমনওয়েলথ রাষ্ট্রগুলোর মধ্যে কানাডাই সর্বশেষ বৃহৎ রাষ্ট্র। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে প্রেরিত এক বাণীতে কানাডার প্রধানমন্ত্রী মি.ট্রডো এই আশা প্রকাশ করেন যে, দুদেশের মধ্যেকার সম্পর্কে সম্প্রীতি ও পারষ্পরিক উপকারিতা প্রমাণিত হবে। অপরদিকে পররাষ্ট্রমন্ত্রী মাইকেল সার্ক বলেন যে, ঢাকায় এখনো কানাডীয় রাষ্ট্রদূত নিয়োগ করা হয়নি। তবে প্রতিবেশি রাষ্ট্রে নিযুক্ত একজন কূটনীতিক ঢাকায় রাষ্ট্রদূত নিয়োগ করা হবে। বাংলাদেশকে যেসব কমনওয়েলথভুক্ত দেশ এখনো স্বীকৃতি দেয়নি তারা হলো, সিংহল, মালয়েশিয়া ও সিঙ্গাপুর এবং আফ্রিকার প্রায় এক ডজন দেশ।
রেফারেন্স: ১৫ ফেব্রুয়ারি ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ