কমিউনিস্ট পার্টি সরকারের সাথে সর্বোতভাবে সহযোগিতা করবে
ফেনী। বাংলাদেশের প্রবীণতম কমিউনিস্ট নেতা মণি সিং বলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সরকারের সাথে সর্বোতভাবে সহযোগিতা করবে। বৃহস্পতিবার ফেনী মহকুমা কমিউনিস্ট পার্টির উদ্যোগে স্থানীয় ডাকবাংলোতে আয়োজিত এক এক জনসভায় তিনি বক্তৃতা দান করেছিলেন। শ্রী সিং বলেন, আমাদের সরকার দরিদ্র। এমতাবস্থায় সরকারের পক্ষে অবিলম্বে উদ্বাস্তু ও গৃহহীন লোকদের যাবতীয় প্রয়োজন মেটানো অসম্ভব। বক্তৃতা প্রসঙ্গে তিনি দেশের সেবায় সর্বোতভাবে আত্মনিয়োগের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সকল শ্রেণীর লোক ঐক্যবদ্ধভাবে কাজ করে গেলে বাংলাদেশ অদূর ভবিষ্যতে অত্যন্ত সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে। যে সকল দল গুরুতররূপে সরকারের বিরোধীতা করেছে তিনি তাদের হুঁশিয়ারি করে দেন। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সেক্রেটারি জনাব আব্দুস সালাম, মিসেস অনিমা সিং, জনাব আব্দুল হাই এবং মির আব্দুল হাইও এ সভায় বক্তৃতা করেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য শ্রী মণি সিং ঐদিন কমিউনিস্ট পার্টির মহকুমা অফিস উদ্বোধন করেন। ৬৭
রেফারেন্স: ১২ ফেব্রুয়ারি ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ