ন্যায় বিচার ছাড়া কাউকে শাস্তি দেয়া উচিত হবে না- মওলানা ভাসানী
ঢাকা। আজ মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সরকারকে এই উপদেশ দেন ন্যায় বিচার ছাড়া কাহাকেও শাস্তি দেয়া অথবা কোনভাবে কারো ক্ষতি করা উচিত হবেনা। আজ বিকেলে স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ইন্সিটিউটে চিকিৎসাধীন অশীতিবর্ষ বয়স্ক অসুস্থ মওলানাকে রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী দেখতে গেলে তিনি তাকে এই কথা বলেন। রাষ্ট্রপতি তাকে নিশ্চিত করেন যে, সরকার এ ব্যাপারে সম্পূর্ণ সচেতন রয়েছেন। মওলানা সাহেব সামাজিক অর্থনৈতিক পুনর্বাসনের ভিত্তিস্বরূপ দেশে আইন শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনের উপর গুরুত্ব দেন। তিনি অনুভব করেন যে, মুক্তি সংগ্রামে মুক্তিবাহিনী এবং অপরাপর মুক্তি সেনারা যাদের বিরাট অবদান রয়েছে তাদেরকে এখন জাতির স্বার্থে সুশৃঙ্খলার সাথে নিয়োগ করা দরকার। রাষ্ট্রপতি অসুস্থ মওলানার সাথে একঘণ্টা আলাপ আলোচনা করেন।
রেফারেন্স: ১১ ফেব্রুয়ারি ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ