বাংলাদেশের জন্যে বিরাট অঙ্কের ব্রিটিশ ঋণ প্রস্তাব
ঢাকা। ব্রিটেন সাবেক পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ করা বহুলক্ষ পাউন্ড ঋণ বাংলাদেশকে দেবার জন্য নতুন করে প্রস্তাব দিয়েছে। পাকিস্তান সরকার এই ঋণের ব্যাপারে কোন আগ্রহ দেখায়নি। জানা গেছে যে, বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে যে ব্রিটিশ প্রতিনিধি দলটি দেখা করেন, তারাই ঋণের প্রস্তাবটি তুলেছেন। এ সম্পর্কে জনৈক সরকারি মুখপাত্রের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “ স্বাভাবিকভাবেই আমাদের সরকার এটা বিবেচনা করে দেখবে।“ এই ঋণ প্রস্তাবের বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। এদিকে ব্রিটিশ বৈদেশিক উন্নয়ন দফতরের ২ সদস্যের একটি প্রতিনিধি দল আগামি সোমবার ঢাকায় এসে পৌছবেন। তাঁরা এখানে ব্রিটিশ কারিগরি সাহায্য ও দু’দেশের মধ্যে আর্থিক সমঝোতা সম্পর্কে আলোচনা করবেন।
রেফারেন্স: ১১ ফেব্রুয়ারি ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ