বাংলাদেশ সরকারের গোপন করার কিছু নেই- জাতিসংঘের বিশেষ দূত
ঢাকা। বাংলাদেশ সরকারের গোপন করার মতো কিছু নেই। জাতিসংঘ সেক্রেটারি গেনারেলের মানবিক সমস্যা সম্পর্কিত বিশেষদুত মি. ভিক্টোরিও উইনস্পিয়ার গুইকারর্ডি আজ বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে দেখা করার পরে বলেন। মি. গুইকার্ডি ইতোপূর্বে সকালে নয়াদিল্লি থেকে এখানে আসেন।
তিনি বঙ্গবন্ধুর সাথে প্রায় আধাঘন্টা ধরে কথাবার্তা বলার পর সাংবাদিকদের বলেন যে, বঙ্গবন্ধু জানিয়েছেন, সদস্য না হলেও জাতিসংঘের ওপর তার গভীর আস্থা আছে। কাজেই বিশেষ প্রতিনিধি সাদরেই গৃহীত হবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাকে স্বচক্ষে সবকিছু দেখা এবং নিজের খুশি মতো যেকোনো জায়গায় যাবার অনুরোধ জানিয়েছেন। কারণ, বাংলাদেশ সরকারের গোপন করার কিছু নেই। মি. গুইকর্ডি আরো বলেন যে, তিনি সেক্রেটারি জেনারেলের এক পত্র শেখ সাহেবকে দিয়েছেন। এর জবাবও তিনি নিয়ে যাচ্ছেন। তবে কোনো বিষয়বস্তু জানাতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন।৫৬
রেফারেন্স: ১১ ফেব্রুয়ারি ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ