বাংলার মাটিতে আর কত বধ্যভূমি আবিষ্কৃত হবে?
বরিশাল। পটুয়াখালিতে আরো পাইকারী কবর আবিষ্কৃত হয়েছে বলে জানা গেছে। পটুয়াখালি ডিষ্ট্রিক্ট জেলের মধ্যে প্রায় পাঁচশ নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে স্তুপিকৃত করে রাখা হয় বলে প্রকাশ। অন্য আরেকটি পাইকারি কবরের সন্ধান সি এন্ড বি বিল্ডিং-এ পাওয়া গেছে। এখানে ইতস্ততঃ বিক্ষিপ্ত নরকংকালসমূহ এখনো দেখা যায়। আরো দশ হাজার ব্যক্তিকে শহরের নিকটবর্তী নদীর তীরে হত্যা করা হয়েছে। এনার অপর এক সংবাদে বলা হয়েছে, শান্তাহার বি, টি, প্রাইমারী স্কুলের বারান্দার নিচে আরো একটি পাইকারি কবর আবিষ্কৃত হয়েছে। নরকংকালে ভর্তি এই গণসমাধিটি সর্বপ্রথম ছাত্রদের নজরে পড়ে। বাংলাদেশে দীর্ঘ নয় মাস ব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী পাকিস্তান বর্বর বাহিনী ও তাদের তথাকথিত শান্তিকমিটির লোকেরা এ এলাকার নিরপরাধ জনগণকে নির্মমভাবে হত্যা করে। ৬১
রেফারেন্স: ১১ ফেব্রুয়ারি ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ