বাংলাদেশ শীগগিরই কমনওয়েলথভুক্ত হবে- ডুমিয়েন কার্ক
ঢাকা। নিউজিল্যান্ড পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা মি. ডুনিয়েন কার্ক আজ এখানে বলেন যে, কমনওয়েলথ অংশীদারগণের নবজাত বাংলাদেশের বিধ্বস্ত অর্থনীতির পুনর্গঠনের প্রচেষ্টার সাথে সর্বতোভাবে সহযোগিতা করা উচিত। মি কার্ক আজ সকালে এখানে আগমনের পর বি এস এস-এর সাথে আলোচনা করেছেন। তিনি বলেন, বাংলাদেশ খুব শীগগিরই কমনওয়েলথ-এর সদস্যভুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। তিনি প্রসঙ্গত বলেন যে, যুগপৎ দুটি বিপর্যয়ের ফলে বাংলাদেশ আজ দুর্দশাগ্রস্থ অবস্থায় পতিত হয়েছে। তিনি বলেন, গত নভেম্বর (১৯৭০) মাসে ভয়াবহ ঘূর্ণীঝড়ের পর পাকিস্তানি সৈন্যরা বাংলাদেশের অসহায় মানুষের ওপর ঝাপিয়ে পরে। কাজেই মানবতার খাতিরে আজ বাংলাদেশের জন্যে বিশ্বের সকল মানুষের সাহায্য প্রয়োজন।৪০
রেফারেন্স: ৯ ফেব্রুয়ারি ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ