You dont have javascript enabled! Please enable it! 1972.02.08 | ২৫ মার্চের মধ্যে ভারতের সৈন্য প্রত্যাহৃত হবে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

২৫ মার্চের মধ্যে ভারতের সৈন্য প্রত্যাহৃত হবে

কোলকাতা। ভারতীয় সশস্ত্রবাহিনী আগামি ২৫ মার্চের মধ্যে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হবে। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান আজ এক যুক্ত বিবৃতিতে একথা ঘোষণা করেন। কোলকাতায় শেখ মুজিবের ২ দিনের সফর শেষে আজ এই যুক্ত বিবৃতিটি প্রচার করা হয়। এতে বলা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিসংগ্রামে ভারতীয় সশস্ত্রবাহিনীর ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেন। “এখন এ কাজ সমাধান হয়েছে। তাই উভয় প্রধানমন্ত্রী মনে করেন যে, এ সশস্ত্রবাহিনীকে ফিরিয়ে আনা উচিত।” শরণার্থী সমস্যা: শরণার্থীর সমস্যা সম্পর্কে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী গত ২৫ মার্চের পর ভারতে আশ্রয় নিয়েছেন এমন সব উদ্বাস্তু স্বদেশে ফিরে যাবার বিষয়ে সার্বিক ব্যবস্থা গ্রহণকে আবার তার পবিত্র দায়িত্ব বলে উল্লেখ করেছেন। এদের পুনর্বাসনের দায়িত্ব বাস্তুহারাদের পুনর্বাসনের দায়িত্ব অপরিসীম। ভারতের প্রধানমন্ত্রী এজন্য তাঁকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন। অর্থনৈতিক সম্পর্ক: উভয় প্রধানমন্ত্রী দু’দেশের মধ্যে পারস্পরিক সুবিধাজনক অর্থনৈতিক সম্পর্কের আশু মূল্যায়নের ব্যবস্থাগুলোও পর্যালোচনা করে দেখেছেন। বৈঠকে স্থির হয়েছে যে, উভয় দেশের মধ্যে নিয়মিত কথাবার্তা, মত বিনিময় ও প্রতিনিধি দলের বিনিময় সফর হওয়া উচিত। প্রয়োজন মাফিক যথাযথ ব্যবস্থা প্রতিষ্ঠা করা উচিত। যাতে করে দু’দেশের জনগণের কল্যাণের জন্য সমতা আর পারস্পরিক সুবিধার ভিত্তিতে উন্নয়ন ও বাণিজ্যের ক্ষেত্রে ঘনিষ্ঠতা ও সহযোগিতা গড়ে তোলা যায়। তাঁরা আরো ঠিক করেন যে, দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য যতদূর সম্ভব রাষ্ট্রীয় ভিত্তিতে চলবে। ২৬

রেফারেন্স: ৮ ফেব্রুয়ারি ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ