ফেনীতে দেড় লক্ষাধিক শরণার্থীর প্রত্যাবর্তন
ফেনী। পাকিস্তান বর্বরবাহিনীর নির্যাতনে প্রাণভয়ে ভীত হয়ে বন্ধুরাষ্ট্র ভারতে আশ্রয় গ্রহণকারী শরণার্থীদের মধ্যে দেড় লক্ষাধিক নরনারী ইতোমধ্যেই এই মহকুমায় ফিরে এসেছে বলে এখানে সরকারি সূত্রে জানা গেছে। প্রত্যাগত শরণার্থীদের জন্য এই মহকুমায় চারটি অস্থায়ী অবস্থান শিবির খোলা হয়েছে। শিবির চারটি হচ্ছে ফেনী, ছাগলনাইয়া, মতিগঞ্জ ও পরশুরাম। এই শিবিরগুলো থেকে তাদের স্ব স্ব গ্রামে পৌঁছানোর জন্য কর্তৃপক্ষ যানবাহনের ব্যবস্থা করেছে এবং রেডক্রসের মাধ্যমে তাদের কাছে প্রাথমিক সাহায্যদ্রব্যও সরবরাহ করা হচ্ছে।২৯
রেফারেন্স: ৮ ফেব্রুয়ারি ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ