You dont have javascript enabled! Please enable it! 1972.02.08 | সরকার শরনার্থীদের জন্য এ যাবৎ ৩০ লক্ষ মণ খাদ্যশস্য ও ১৮ কোটি টাকা দিয়েছে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

সরকার শরনার্থীদের জন্য এ যাবৎ ৩০ লক্ষ মণ খাদ্যশস্য ও ১৮ কোটি টাকা দিয়েছে

ঢাকা। বাংলাদেশ সরকার ভারত প্রত্যাগত শরণার্থীদের পুনর্বাসন ও অনাহার থেকে রক্ষার জন্য ৩০ লাখ মন খাদ্যশস্য ছাড়াও ১৮ কোটি টাকা বরাদ্দ করেছে। দুর্গতদের মধ্যে এসব অর্থ ও খাদ্যশস্য বন্টনের জন্য জেলা কর্তৃপক্ষের ওপর দায়িত্ব দেয়া হয়েছে। আজ রাতে সাহায্য ও পুনর্বাসন দপ্তরের জনৈক মুখপাত্র জানান যে, এই মঞ্জুরীর মধ্যে ৮ কোটি ২৫ লাখ টাকা গৃহনির্মান সাহায্য হিসেবে বরাদ্দ হয়েছে। সরকার এই খাদ্যশস্য ছাড়াও ২৯ লাখ ৫৩ হাজার মণ চাল ও গম বরাদ্দ করেছেন। প্রসঙ্গতঃ উল্লেখযোগ্য যে, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের সাহায্যের জন্য তৎকালীন পাকিস্তান সরকার সারা দুনিয়া থেকে ১৮০ কোটি টাকা সাহায্য হিসেবে সংগ্রহ করা সত্ত্বেও বাংলাদেশ সরকারের এই বরাদ্দকৃত অর্থের সমপরিমাণ অর্থও মঞ্জুর করে নাই।৩০

রেফারেন্স: ৮ ফেব্রুয়ারি ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ