You dont have javascript enabled! Please enable it! 1972.02.07 | শৃঙ্খলা বজায় রেখে রাষ্ট্র গঠনের কাজ করে যান- রাষ্ট্রপতি | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

শৃঙ্খলা বজায় রেখে রাষ্ট্র গঠনের কাজ করে যান- রাষ্ট্রপতি

টাঙ্গাইল। বাংলাদেশের রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পথ দেখিয়েছেন, সে পথ ধরে উৎসাহ উদ্দীপনার সাথে জাতীয় পুনর্গঠনের কাজে আত্মনিয়োগ করতে জনমানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ তিনি এখানে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন আমরা স্বাধীনতা অর্জন করেছি ৪ টি ভিত্তিমূলের ওপরে এবং তা হলো গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা। এখন সে পথ ধরেই পাকিস্তান জল্লাদবাহিনী কর্তৃক পরিত্যক্ত বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনের কাজে আমাদের ঝাঁপিয়ে পড়া দরকার। স্বাধীনতা লাভ করার জন্য আইন শৃঙ্খলা বজায় রাখতে তিনি জনগণের প্রতি আহ্বান জানান। নিজ গ্রাম: রাষ্ট্রপতি তার নিজ গ্রাম নাগবাড়িতে পাকিস্তানের বর্বর সশস্ত্রবাহিনী কর্তৃক অনুষ্ঠিত ধ্বংসলীলা নিজ চোখে দেখতে যান। পথে তাকে অনেক জায়গায় প্রাণঢালা সম্বর্ধনা জানানো হয়। তিনি পথসভায় ভাষণ দেন এবং শহীদদের মাজারে মাজারে ফাতেহা পাঠ করেন। রাষ্ট্রপতি মির্জাপুর হাসপাতাল ও টাঙ্গাইল হাসপাতালে চিকিৎসাধীন আহত মুজিবসেনাদের অবস্থা দেখার জন্য যান। কালীহাতীতে তিনি এক জনসভায় ভাষণ দিয়েছেন। পূর্বাহ্নে কমান্ডার কাদের সিদ্দিকী বলেন, জনাব চৌধুরী টাঙ্গাইলের কৃতি সন্তান। বহির্বিশ্বে বাংলাদেশের যথাযোগ্য আসন সুপ্রতিষ্ঠিত করার জন্য যেভাবে তিনি কঠোর সংগ্রাম করেন, তার জন্য তাকে তিনি (কাদের সিদ্দিকী) টাঙ্গাইলের জনসাধারণের পক্ষ থেকে অভিনন্দন জানান। জনাব কাদের সিদ্দিকী আরও বলেন যে, বাঙালিরা সন্দেহাতীতভাবে প্রমাণ করে দিয়েছেন যে, তারা বিশ্বের ঘটনাপ্রবাহকে নিয়ন্ত্রণ করতে পারে। ২১

রেফারেন্স: ৭ ফেব্রুয়ারি ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ