কাজে ফাঁকি দিলে শাস্তি দেয়া হবে – সরকারি কর্মচারিদের প্রতি বঙ্গবন্ধু
ঢাকা। বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আজ সরকারি অফিসার ও কর্মচারিদের এই বলে হুঁশিয়ার করে দেন যে, তারা যথাসময়ে অফিসের কাজে যোগ না দিলে কাজে কর্মে গাফিলতি করলে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। আজ ইস্যুকৃত এক নির্দেশ পত্রে তিনি বলেন যে, সরকারি চাকুরিদের কাজ কর্মের ধরন দেখার জন্য তিনি মাঝে মাঝে আকস্মিকভাবে বিভিন্ন অফিস পরিদর্শনের ইচ্ছা রাখেন। বহু সংখ্যক অফিসার ও কর্মচারি অফিসের কাজে যোগদান দেয়ার ব্যাপারে সময়নিষ্ঠ নন এবং কাজেও গাফিলতি করছেন বলে আমি জানতে পেরেছি। বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিক তাঁর দেশের জন্যে যথাসাধ্য চেষ্টা করবে বলে সরকার ও আমি যে ব্যক্তিগতভাবে আশা পোষণ করছি, তাঁর উল্লেখ নিষ্প্রয়োজন। সরকারি কর্মচারীরা কীভাবে কাজ চালাচ্ছেন তা প্রত্যক্ষ করার জন্যে আমি সময় সময় আকস্মিকভাবে বিভিন্ন সরকারি অফিস পরিদর্শনের ইচ্ছে রাখি। এসময়ে কোনো অফিসার কিম্বা কোনো কর্মচারীকে কাজের শৈথিল্য করতে দেখা গেলে সরকার তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে বাধ্য হবেন। ৬
রেফারেন্স: ৩ ফেব্রুয়ারি ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ