সরকারি আফিসে বিলাসিতা চলবে না- বঙ্গবন্ধুর নির্দেশ
ঢাকা। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আজ বিভিন্ন সরকারি বিভাগ ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পক্ষে বিলাসদ্রব্যাদি কেনাকাটা অবৈধ ঘোষনা করেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকরী হবে।
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই এ আদেশ দেয়া হয়েছে। এতে নয়া গালিচা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এবং অধিক মূল্যের আসবাবপত্র কেনা নিষিদ্ধ করে অফিসারকে যতকাল সম্ভব পুরাতন জিনিসপত্র দিয়েই কাজ চালাতে বলা হয়েছে। এছাড়া এতে অফিসারদের প্রতি আতিথেয়তা বাবদও যথাসাথ্য কম খরচা করতে নির্দেশ দেয়া হয়েছে।৫
রেফারেন্স: ২ ফেব্রুয়ারি ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ