শহীদানের পরিবার বর্গকে সকল সাহায্য দেয়া হবে- বঙ্গবন্ধু
জাতির পিতা গত সোমবার ঢাকা স্টেডিয়ামে মুজিববাহিনীর অস্ত্র গোলাবারুদ হস্তান্তরের দিনে দৃঢ়তার সাথে ঘোষণা করেন যে স্বাধীনতা সংগ্রামে যেসকল বীর সন্তান শহীদ হয়েছেন, তাঁদের প্রত্যেকের পরিবারকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সকল প্রকার সাহায্য দেয়া হবে। মুজিববাহিনীতে যোগদানকারী যেসকল সরকারি কর্মচারি শহীদ হয়েছেন, তাদের স্ত্রীদেরকে পেনশন ও আর্থিক সাহায্য এবং সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করতে দেয়া হবে। তিনি আরো বলেন, দেশের সর্বত্রই শহীদানের স্মৃতিস্তম্ভ সরকার নিজ খরচে সম্পন্ন করবে। ৪
রেফারেন্স: ১ ফেব্রুয়ারি ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ