You dont have javascript enabled! Please enable it! 1972.12.17 | গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ও মন্ত্রীসভার শপথ গ্রহণ | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ও মন্ত্রীসভার শপথ গ্রহণ

রাষ্ট্রপতি বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর মন্ত্রী পরিষদের সদস্যবর্গ গনপ্রজাতান্ত্রিক বাংলাদেশের সংবিধান অনুসারে রোববার বঙ্গভবনের দরবার হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন। গতকাল সকালে ৭০ মিনিট ব্যাপী এই শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বিচারপতি এ, এম সায়েম রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। ইতিপূর্বেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শপথ কার্য পরিচালনা করেন। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পর তিনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শপথ বাক্য পাঠ করান। এরপর মোল্লা জালাল উদ্দিন ব্যতীত মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্য একে একে শপথ গ্রহণ করেন। মোল্লা জালাল উদ্দিন বর্তমানে পি,জি, হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নাই। তবে অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরীও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পি, জি, হাসপাতালে গমন করে মোল্লা জালালকে শপথ করান। প্রসঙ্গতঃ উল্লেখযোগ্য যে, আগামি ৭ মার্চ নির্বাচনের পর নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত বর্তমান সরকার কাজ চালিয়ে যাবে। রোববার শপথ অনুষ্ঠানের মঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক পাশে, মাঝে রাষ্ট্রপতি ও অপর পাশে প্রধান বিচারপতি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কূটনৈতিক মিশনের সদস্যবর্গ, গণপরিষদের সাবেক সদস্যগণ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক অফিসারবৃন্দ এবং বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শপথ গ্রহণের জন্য উঠে দাঁড়ালেই সমগ্র হল উল্লাসে ভেঙে পরে। বঙ্গবন্ধুর পরে সৈয়দ নজরুল ইসলাম ও তার পরে অন্য ২০ জন মন্ত্রী শপথ গ্রহণ করেন। ড. মফিজ চৌধুরী সর্বশেষে শপথ গ্রহণ করেন। রোববার সরকারি সূত্রে জানা গেছে যে, মন্ত্ৰীমন্ডলীর দফতরের কোনো পরিবর্তন হবে না। ইতোপূর্বে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নতুন সংবিধানের বিধি অনুসারে জাতীয় সংসদের স্পীকার ও ডেপুটি স্পীকার হিসেবে যথাক্রমে জনাব মুহাম্মদুল্লাহ ও জনাব বয়তুল্লাহকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে সৈয়দ নজরুল ইসলাম, জনাব তাজউদ্দীন আহমদ, জনাব মনসুর আলী, খন্দকার মোশতাক আহমদ, জনাব এ এইচ এম কামারুজ্জামান, জনাব জহুর আহমেদ চৌধুরী, জনাব আব্দুস সামাদ, অধ্যাপক ইউসুফ আলী, শ্রী ফণী ভূষণ মজুমদার, ড. কামাল হোসেন, জনাব এম, আর, সিদ্দিকী, জনাব শামসুল হক, জনাব মতিউর রহমান, জনাব আব্দুল মালেক উকিল, জনাব আব্দুর রব সেরনিয়াবত, জেনারেল এম, এ জি ওসমানী, শেখ আব্দুল আজিজ, জনাব মিজানুর রহমান চৌধুরী, জনাব আব্দুল মান্নান, জনাব সোহরাব হোসেন ও ড. মফিজ চৌধুরী শপথ গ্রহণ করেন।৬৮

রেফারেন্স: ১৭ ডিসেম্বর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ