You dont have javascript enabled! Please enable it! 1972.12.11 | অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্যই বৃহৎ শিল্প রাষ্ট্রায়ত্ত করা হয়েছে- সৈয়দ নজরুল ইসলাম | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্যই বৃহৎ শিল্প রাষ্ট্রায়ত্ত করা হয়েছে- সৈয়দ নজরুল ইসলাম

রাজশাহী। শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম আজ এখানে বলেন যে, সমাজ হতে অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্যই জুটমিল সহ সমস্ত বৃহৎ শিল্প-কারখানা রাষ্ট্রায়ত্ত করা হয়েছে। আজ সকালে এখানে রাজশাহী জুট মিলের উদ্বোধনী ভাষণে তিনি বলেন যে, সরকার অবশ্যই শ্রমিকদের সমস্যাবলীর দিকে নজর দিবে। কিন্তু শ্রমিকদের দেশ ও জাতির স্বার্থে আরো পরিশ্রম করা উচিত। তিনি বলেন যে, দেশের ৭৬ টি রাষ্ট্রায়ত্ত জুট মিল দেশে উৎপন্ন পাটের প্রায় ৪০ ভাগ ব্যবহার করে থাকে। কাজেই পাটের মূল্য স্থীতিশীল হবে। তিনি বলেন যে, এ পর্যন্ত বাংলাদেশ হতে ৯৯ কোটি টাকারও বেশি মূল্যের পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি করা হয়েছে এবং তিনি আশা প্রকাশ করেন যে, বর্তমান আর্থিক বছরে ১ শত ৭০ কোটি টাকার রপ্তানি লক্ষ্য অর্জিত হবে। সরকারের বিভিন্ন কার্যক্রম উল্লেখ করে তিনি জানান যে, জাপান সরকারের সহয়াগিতায় যমুনা নদীর ওপর এক হাজার কোটি টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হবে। জনগণের সুবিধার্থে রাজশাহী ও নগরবাড়ির মধ্যে রেল যোগাযোগ স্থাপন ও দেশের উত্তরাঞ্চলে কৃষি উৎপাদনের হার বৃদ্ধির জন্য রাজশাহী বিভাগে একটি সার কারখানা স্থাপন করা হবে বলে তিনি জানান। সভায় সোভিয়েত বাণিজ্য প্রতিনিধিদলও উপস্থিত ছিলেন এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী জনাব কামারুজ্জামানও বক্তৃতা করেন। আজ মন্ত্রীদ্বয় কাটাখালীতেও এক জনসভায় ভাষণ দেন। জুটমিল উদ্বোধন উপলক্ষে ভাষণ দানকালে পুনর্বাসন মন্ত্রী জাতীয় সম্পদের অপচয় রোধের জন্য জনশক্তির পূর্ণ ও যথার্থ ব্যবহারের আহ্বান জানান। তিনি বলেন, আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো বলেন যে, আমাদের কৃষি ও শিল্প ক্ষেত্রে যুগপৎ বিপ্লব আনয়নের জন্য প্রয়াসী হতে হবে। তিনি শ্রমিকদের বলেন যে, সমাজতান্ত্রিক অর্থনীতির অর্থ দারিদ্র্যের সুষম বণ্টন নয় বরং সম্পদের সুষম বণ্টন।৪৩

রেফারেন্স: ১১ ডিসেম্বর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ