শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠাই আওয়ামী লীগের লক্ষ্য
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক বলেন যে, একটি রাজনৈতিক দলের পূর্বশর্ত হচ্ছে নেতা, নীতি ও কর্মী এবং আওয়ামী লীগের এই ৩টিরই সমন্বয় ঘটেছে। সুতরাং ৪ মূলনীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগই দেশে সর্বপ্রকার শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারবে। শনিবার লালবাগে দলীয় কর্মীদের এক সভায় বক্তৃতাকালে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সমালোচকগণ দেশে গণতন্ত্রের সুযোগে জনগণের স্বার্থের বিনিময়ে বিশৃঙ্খলা ও বিভ্রান্তির সৃষ্টির প্রয়াস পাচ্ছে।
তোফায়েল আহমেদ : প্রধামন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তোফায়েল আহমেদ তার ভাষণে আশা প্রকাশ করেন যে, দেশে পাশাপাশি গণতন্ত্র ও সমাজতন্ত্র কায়েম করার উদ্দেশ্যে আগামি নির্বচনে জনগণ মুজিববাদের পক্ষে রায় দিবে। তিনি মুজিববাদের চার নীতির ভিত্তিতে সর্বপ্রকার শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠাকল্পে আওয়ামী লীগের দৃঢ় সংকল্পের কথা পুনরুল্লেখ করেন।৩৭
রেফারেন্স: ৯ ডিসেম্বর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ