জাতিসংঘে বাংলাদেশের বিরোধীরা বিশ্বশান্তির অন্তরায়- আবু সাঈদ চৌধুরী
কোলকাতা। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান জনাব আবু সাঈদ চৌধুরী আজ এখানে বলেন যে, জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিরোধীতায় প্রকৃতপক্ষে আন্তর্জাতিক শান্তিরই বিরোধীতা করছিলেন। তিনি বলেন যে, এখন পরিস্থিতির বাস্তবতা স্বীকার করে নেয়া উচিত এবং জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের পথে অন্তরায় সৃষ্টি হতে বিরত থাকা উচিত। কোলকাতা প্রেসিডেন্সি কলেজের ছাত্রদের এক সমাবেশে রাষ্ট্রপ্রধান বলেন যে, পাকিস্তানে আটক বাঙালিদের পাকিস্তানি যুদ্ধবন্দিদের সাথে সমপর্যায়ে ফেলা যায় না। তিনি বলেন যে, পাকিস্তানি সৈন্যদের মধ্যে যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে তাদের অবশ্যই আন্তর্জাতিক আইন মোতাবেক বিচারের সম্মুখীন হতে হবে। তিনি বলেন যে, স্বাধীন বাংলদেশ কারো নির্দেশের নিকট নতি স্বীকার করবে না। রাষ্ট্রপ্রধান বিচারপতি চৌধুরী মন্তব্য করেন যে, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক প্রীতির ওপর প্রতিষ্ঠিত এবং কোনো প্রকার ষড়যন্ত্র করেও এই সম্পর্কে ফাটল ধরানো যাবে না। রাষ্ট্রপ্রধান বলেন, ভারত ও বাংলাদেশ যৌথভাবে বিশ্ব শান্তি উন্নয়নে কাজ করে যাবে।১৫
রেফারেন্স: ৪ ডিসেম্বর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ