You dont have javascript enabled! Please enable it! 1972.12.03 | উপজাতি এলাকার উন্নয়নেও সরকার বদ্ধপরিকর | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

উপজাতি এলাকার উন্নয়নেও সরকার বদ্ধপরিকর

মারিস্যা, রাঙ্গামাটি। শনিবার কাসালং হাইস্কুল প্রাঙ্গণে এক জনসভায় বক্তৃতাকালে জনাব আব্দুল মান্নান বলেন, মানুষে মানুষে এবং এলাকায় এলাকায় বৈষম্য দূর করাই বর্তমান সরকারের নীতি। তিনি জনসাধারণকে আশ্বাস দিয়ে বলেন, এই এলাকার যথোপযুক্ত উন্নয়নের দিকে সরকারের নজর থাকবে। তিনি বলেন, বাংলাদেশের নাগরিকরা যে ধর্মেরই হোক না কেন অথবা তারা যে উপজাতিই হোক না কেন, তারা সবাই বাঙালি। পাকিস্তান সরকার উপজাতিদের পশ্চাদপদ রাখার জন্য তাদের বাঙালি বলে পরিচয় দিতে উৎসাহিত করে নি। সরকার উপজাতীয়দের বংশগতি ধর্ম ও দেশাচার বজায় রাখার ব্যাপারে সাহায্য করবেন বলে তিনি জানান। তিনি বলেন, এই এলাকার সমস্যাদি এবং তার সমাধান সম্পর্কে অবহিত হওয়ার জন্য বঙ্গবন্ধু তাকে এখানে পাঠিয়েছেন। তিনি উপজাতীয় এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকারের সাথে সহযোগিতা করার জন্য এলাকার জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দুই হাজার বছর সগ্রামের পর অর্জিত সার্বভৌমত্ব রক্ষা করা প্রত্যেক বাঙালির কর্তব্য। সভায় সভাপতিত্ব করেন শ্রী চারুবিকাশ চাকমা।১৫

রেফারেন্স: ৩ ডিসেম্বর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ